“হোয়াইট” হাউজ সাদা কেন ?

White House

আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরকারী বাস গৃহের নাম হল ‘হোয়াইট হাউজ’ (White house)। ওয়াশিংটন ডি. সি তে এটি অবস্থিত। যখন এই বিল্ডংটি তৈরী করা হয় তখন  এর রং সাদাও ছিল না, কিংবা একে হোয়াইট হাউজ ও কেউ বলত না। আয়ারল্যান্ডে জন্ম প্রাপ্ত জেমস হোবান (james hoban) নামক একজন ম্হাপতি (architect) এর নকশা (Design) তৈরি করেন। ১৯৭২ সালর ১৩ অক্টোবর তারিখে বিল্ডিংটির ভিত্তি প্রস্তর স্থাপিত হয় এবং ১৮০০ সালে এর নির্মাণকার্য সমাপ্ত হয়। বাড়িটি মূলত তৈরি হয় ধূসরবর্ণের প্রস্তর দিয়ে। তখন থেকে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টর সরকারী বাসগৃহ (official residences) হিসাবে ব্যবহূত হয়ে আসছে। ১৮১৪ সালে যুদ্ধের সময় ২৪ আগস্ট, বৃটিশ সেনা বাহিনী গৃহটিকে জ্বালিয়ে দেয়। বিল্ডিংটির একটা ছোট অংশ শুধু খাড়া ছিল। জেমস হোবানের নির্দেশমত বিল্ডিংটিকে আবার নতুন করে র্নিমাণ করা হয় এবং ১৮১৭ সালে এর নির্মণ কার্য সমাপ্ত হয়। বিল্ডিংটির বিভিন্ন জায়গায় ধোয়া ও আগুনের দাগ ঢাকতে গিয়ে এর দেয়ালগুলিতে সাদা প্রলেপ লাগানো হয়। সেই থেকে বিল্ডংটিকে “হোয়াইট হাউজ ” বলা শুরু হল। তবে ১৯০২ সালে প্রেসিডেন্ট থিয়েডোর রুজভেল্ট (Theodore Roosevelt) যতক্ষণ পর্যন্ত না এই নামটিকে স্বীকৃতি দিয়েছেন, ততক্ষণ পযর্ন্ত সরকারীভাবে  বিল্ডংটি “হোয়াইট হাউজ ” বলে গৃহতি হয়নি।

white_house_art_room

তিন-তলা বিশিষ্ট “হোয়ইট হাউজটিতে” ১০০ টি কামরা আছে। ভিন্ন ভিন্ন কামরার রং ভিন্ন ভিন্ন। উদাহরণ স্বরূপ- ডিম্বাকার নীল কামরাটি হল প্রেসিডেন্ট কিংবা তার স্ত্রীর অতিথিবৃন্দের অভ্যর্থনা গৃহ। রাজত্বের বিভিন্ন  সময়কার বিভিন্ন বস্তুরাজি দিয়ে সুসজ্জিত হল লাল কামরাটি। উপরের তলায় গোলাপরঙা গৃহে থাকেন প্রেসিডেন্ট ও তার পরিবারবর্গ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *