বক্স অফিসে ‘ওয়ার’ ঝড়, প্রথম দিনে আয় ৫৩ কোটি রুপি.!

ওয়ার

শুরুতেই বাজিমাত করলো ‘ওয়ার’। প্রথম দিন বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল অ্যাকশন-থ্রিলারটি। বিশ্লেষকরা আগেই ধারণা করেছিলেন, সিনেমাটি মুক্তির দিন অর্ধশত কোটি রুপি ঘরে তুলে নেবে। তাই সত্যি হলো, উদ্বোধনী দিনে ‘ওয়ার’ আয় করেছে ৫৩ কোটি ৩৫ লাখ রুপি।

বলিউড সিনেমার বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে জানান, ৪ হাজার স্ক্রিনে ‘ওয়ার’ মুক্তি পেয়েছে। এরমধ্যে ভারতে সিনেমাটি হিন্দি ভার্সন থেকে ৫১ কোটি ৬০ লাখ রুপি ও তামিল ভার্সন থেকে ১ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। উদ্বোধনী দিনে আয়ের দিক থেকে এটিই হিন্দি সিনেমার সর্বোচ্চ আয়। এছাড়া ঋত্বিক ও টাইগারের সিনেমারও সর্বোচ্চ প্রারম্ভিক আয়।

‘ওয়ার’র সঙ্গে একই সময় ভারতে মুক্তি পেয়েছে আরেকটি প্রতীক্ষিত সিনেমা ‘শ্রী রা নরসিংহ রেড্ডি’ এবং হলিউডের ‘জোকার’।

ঋত্বিক-টাইগার ছাড়াও ‘ওয়ার’ সিনেমায় অভিনয় করেছেন বাণী কাপুর, অনুপ্রিয়া গোয়েঙ্কা এবং আশুতোষ রানা। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করে নিলেন ঋত্বিক রোশন ও টাইগার শ্রফ। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি মুক্তি পেয়েছে বুধবার (২ অক্টোবর)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *