পান্ডুলিপি ব্লগিং প্ল্যাটফরমে আপনাকে স্বাগতম। পান্ডুলিপি ব্লগে আপনি নিজে লেখার পাশাপাশি অন্যদের লেখা পড়তে পারবেন এবং অন্য লেখকদের লেখায় মন্তব্য প্রদান করতে পারবেন। পান্ডুলিপিতে লিখতে ও মন্তব্য করতে আপনাকে অব্যশ্যই নিবন্ধন করতে হবে। পান্ডুলিপিতে নিবন্ধন করলে আপনি নিচের সকল নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন।
১. পান্ডুলিপি লেখা সংক্রান্ত নীতিমালা
- ১.১ পান্ডুলিপিতে প্রকাশিত সকল লেখা নির্দিষ্ট বিষয় ভিত্তিক হতে হবে। কোন অনলাইন নিউজ টাইপের লেখা প্রকাশ হবে না।
- ১.২ প্রকাশিত যেকোন লেখা পাঠকের কথা চিন্তা করে এডিটর/এডমিন যেকোন সময় এডিট করতে পারে।
- ১.৩ পান্ডুলিপির সকল লেখা বাংলা ভাষায় লিখতে হবে। ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লিখে অথবা বাংলা ভাষাকে বিকৃত করে কোন লেখা প্রকাশ করা যাবে না।
- ১.৪ লেখনিতে কোন আঞ্চলিক ভাষা, অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ বা বাক্য ব্যবহার করা যাবে না।
- ১.৫ অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা হুবহু কপি পেস্ট করে নিজের নামে প্রকাশ করা যাবে না। তবে তথ্য সূত্র উল্লেখ করতে হবে।
- ১.৬ আগে প্রকাশিত হয়েছে এরকম লেখা প্রকাশ করা যাবে না। তবে আগের পান্ডুলিপি থেকে ভালো ভাবে লিখতে অথবা বিশ্লেষন করতে পারলে পুনরায় প্রকাশ করা যাবে।
- ১.৭ পিটিসি/পিপিসি সাইট নিয়ে কোন লেখা প্রাকাশ করা যাবে না।
- ১.৮ অর্ধেক লেখা প্রকাশ করে বাকি অংশ পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। তবে সম্পূর্ণ লেখা প্রকাশ করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করা যাবে।
- ১.৯ পোষ্টে কোন বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। তবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যেকোন প্রতিষ্ঠান, সাইট ও পন্যের সুযোগ সুবিধা প্রকাশ করা যাবে।
- ১.১০ কোন ধর্মকে হেয় করে কোন লেখা প্রকাশ করা যাবে না।
- ১.১১ অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি,তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না। এটি একটি শিক্ষা মূলক ব্লগ।
- ১.১২ কোন পান্ডুলিপি যদি নীতিমালা ভঙ করে তাহলে প্রথমে লেখাটি মুছে ফেলা হবে। পরবর্তীতে লেখক যদি আবার এই ধরনের লেখা প্রকাশ করে তাহলে, লেখককে মুছে দেওয়া হবে।
- ১.১৩ পোষ্টে ব্যাবহৃত ছবির মাপ অবশ্যই 640pixel*330pixel হতে হবে এবং প্রতেকটি পোষ্টের ফিচারড ইমেজ বাধ্যতামূলক।
২. মতামত প্রদান সংক্রন্ত নীতিমালা
- ২.১ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ,গালিগালাজ বা কাউকে হেয় করে কোন মতামত প্রদান করা যাবে না।
- ২.২ মতামত দেওয়ার সময় কোন প্রকার আপত্তিকর এবং বাজে শব্দ ব্যবহার করা যাবে না।
- ২.৩ প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।
- ২.৪ আঞ্চলিক ভাষায় কোন মন্তব্য করা যাবে না।
৩. পান্ডুলিপি নীতিমালা ভঙ্গ
- ৩. ১ এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো লেখা অপসারণ করা, মুছে ফেলা বা সম্পাদনার অধিকার পান্ডুলিপি নিজে সংরক্ষন করে। এমনকি লেখককে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।
৪. পান্ডুলিপি অর্থ উপার্যন সংক্রান্ত নীতিমালা
- ৪.১ পান্ডুলিপির জন্য লেখাটি অবশ্যই নিজস্ব এবং ন্যূনতম ৫৯৯ শব্দের হতে হবে।
- ৪.২ প্রথম তিনটি লেখা ফ্রীতে প্রকাশ করতে হবে।
- ৪.২ আপনার চতুর্থ লেখাটি প্রকাশিত হবার পর আমরা আপনার ইমেইলে pandulipe@gmail.com থেকে মেইল করে পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেব।
- ৪.৩ আমরা বিকাশ/রকেট এর মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকি।
- ৪.৪ আপনার ৪র্থ থেকে ৩০ তম লেখার জন্য ৩৫ টাকা প্রতিটি, ৩১ তম থেকে ৫০ তম লেখার জন্য ৪০ টাকা প্রতিটি, ৫১ তম থেকে ৭৫ তম লেখার জন্য ৪৫ টাকা প্রতিটি, ৭৫+ প্রতিটি পোস্টের জন্য ৫০ টাকা হারে পারিশ্রমিক দিয়ে থাকি। তবে পেমেন্ট প্রসেসিং ফি বাবদ ৫ টাকা কর্তন করা হবে।
- ৪.৫ প্রতিটি লেখার ভিজিটর সংখ্যা কমপক্ষে ৯৯৯ জন হলে তবেই সেই লেখাটি পেমেন্ট এর জন্য উপযোগী হিসাবে গন্য।
- ৪.৬ পন্ডুলিপিতে প্রকাশিত লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না, তবে আপনি লেখাটি শেয়ার করতে পারবেন ।
৫. পান্ডুলিপি নীতিমালা সংরক্ষন
- ৫.১ নীতি মালা সংক্রান্ত সকল ক্ষমতা পান্ডুলিপি নিজে সংরক্ষন করে। নীতিমালা পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে নীতিমালার একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পান্ডুলিপি পরিবর্ধন করার অধিকার রাখে।