নিজের ক্যারিয়ারে যতো গান লিখেছেন ও গেয়েছেন, সেগুলোর মালিকানা হারিয়ে ফেলেছেন টেইলর সুইফট। ভাগ্যের নির্মম পরিহাসে পপসঙ্গীতের এই উজ্জ্বল তারকার জীবনে এটাই সত্য। আর এসবের মালিকানা কিনে নিয়েছেন জাস্টিন বিবারের ব্যবস্থাপক স্কুটার ব্রান। টেইলর সুইফট তার ব্লগে জাস্টিন বিবারের ব্যবস্থাপক স্কুটার ব্রানকে অভিযুক্ত করে লিখেছেন, স্কুটার নাকি কয়েক বছর ধরে তার বিরুদ্ধে অনিয়ম করে আসছেন।… Continue reading নিজের গানের স্বত্বাধিকার হারালেন টেইলর সুইফট