৫৯.জোহন কেপলার

৫৯.জোহন কেপলার [১৫৭১-১৬৩৩] কোপারনিকাসের ভূ-ভ্রমণবাদে যে সমস্ত জ্যোতিবিজ্ঞানী আকৃষ্ট হয়েছিলেন তাঁদের মধ্যে জোহন কেপলার অন্যতম।শোনা যায়,কোপারনিকাসের লেখা পুস্তকখানি পাঠ করার পর পৃথিবী,গ্রহ ও নক্ষত্র প্রভৃতির সম্বন্ধে তাঁর অনুসন্ধিৎসা জাগরিত হয়। তারপরেই তিনি আরম্ভ করেন জ্যোতিবিজ্ঞান সংক্রান্ত গবেষণা।তাঁর প্রথম গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছিল ১৫৯৬ খ্রিষ্টাব্দে।সেই থেকেই কেপলার বিশ্বের বিদ্বৎসমাজে প্রতিষ্ঠা রাভ করেন বিজ্ঞানী হিসাবে। ১৫৭১ খ্রিষ্টাব্দে… Continue reading ৫৯.জোহন কেপলার