জপিসি বা যাযাবর জাতি কোথা থেকে এসেছিল?

জিপসিরা যাযাবর জাতির লোক। ঘোড়া কিংবা গরুর গাড়ীতে করে দলবদ্ধভাবে এক স্থান থেকে অন্য স্থানে পরিভ্রমণ করে বেড়ায়। কোন নিদির্ষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করে না। পৃথিবীর সর্বত্রই ওদেরকে দেখতে পাওয়া যায়। কোথা থেকে কিভাবে এ যাযাবর জাতির উদ্ভব হয়েছে তা কেউ জানে না। তবে এটাই বিশ্বাস করা হয়ে থাকে যে ভারত থেকেই ওদের উদ্ভব হয়েছে।… Continue reading জপিসি বা যাযাবর জাতি কোথা থেকে এসেছিল?