কল্পনার হিমাচল যখন সত্যিকারের.!

জমাট নীল আকাশ। সারি সারি নিরেট পাহাড়ের পিছনে বরফ ঢাকা উঁচু পর্বতমালার মতো জড়ানো। এঁকে বেঁকে চলে গিয়েছে নদী।ছোটবেলায় এমন দৃশ্য কতই না এঁকেছি ক্রেয়নে। হিমাচল প্রদেশে যাওয়ার প্ল্যানিং যখন থেকে শুরু হয়েছে, এটাই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ঠিক হল, জুনেই যাব হিমাচল। ব্যস, ছয় বন্ধু মিলে হোয়াট্‌সঅ্যাপে প্রতি মুহূর্তে রিসার্চ আপডেট চালাচালি শুরু হয়ে… Continue reading কল্পনার হিমাচল যখন সত্যিকারের.!