সহজেই হ্যাকিং এর হাত থকে বাঁচান আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে.!

hacking sheild

কেমন আছেন বন্ধুরা? নিশ্চই ভাল। বিভিন্ন কাজে ব্যাস্ত নিয়মিত লিখতে পারছি না এই ব্লগে। তবে আপনারা যারা আমাদের অনলাইন সাপোর্টের ব্লগে নিয়মিত লিখছেন, তাদের লিখা আমি সবসময় পড়ি।

আর কথা না বাড়িয়ে আসুন জেনে নেই, কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাকারদের হাত থেকে রক্ষা করবেন? যদিও আমি হ্যাকিং বিষয়ে তেমন একটা জানি না, তবে নিজেকে সেইফ রাখার জন্য কিছুটা শেখার চেষ্টা করছি। যা আপনাদের কাছে শেয়ার করব।

আজ আমি আপনাদের এমন একটি প্লাগিংসের সাথে পরিচয় করিয়ে দেব যেটা আপনার বিভিন্ন হ্যাকিং Attempts থেকে আপনার সাইটকে/ব্লগকে রক্ষা করবে। প্লাগিংটার নাম All in One WP Security  ডাউনলোড করুন এখান থেকে। এই প্লাগিং টি যে সব ভাবে আপনাকে সুরক্ষা দেবে তা নিম্নে দেওয়া হলঃ

১. এটি আপনাকে জানান দেবে যে আপনি আপনার সাইটের লগ-ইন এর ইউজারনেম এডমিন রেখেছেন কিনা যদি রাখেন তাহলে চেঞ্জ করার জন্য আপনাকে ওয়ার্নিং দেবে।

২. সধারনত ওয়ার্ডপ্রেস সাইটের প্রিফিক্স wp_ থাকে আপনি চাইলে খুব সহজেই সেই প্রিফিক্স পরিবর্তন করে অন্য যে কোন একটি দিতে পারবেন। [বিঃদ্রঃ যারা ডাটাবেজ সম্পর্কে ভাল জানেন না তারা এই অপশনটি ব্যবহার করবেন না তাতে সাইটের ক্ষতি হতে পারে।]

৩. এই প্লাগিংস টি আপনার সাইটের .htaccess ফাইল প্রটেক্ট করবে।

৪. Bad Login Attempts থেকে আপনার সাইটে রক্ষা করবে। এমনকি ইরর লগ-ইন এ কোন ইরর মেসেজ দিবে না।

৫. মেটা ট্যাগ থেকে রিমুভ করবে।

৬. এটি আপনার সাইটের ওয়ার্ডপ্রেস ভার্সন হাইড করে দেবে।

৭. আপনার ব্লগের প্রধান এডমিন ছাড়া কোন প্রকার আপগ্রেড/আপডেট অন্য কোন ইউজার বা ব্যবহারকারিকে দেখাবে না।

এছাড়াও আরো অনেক প্রকার সিকিউরিটি দিবে এই প্লাগিংটা। আর যেহেতু একটা প্লাগিংস এ এত সুবিধা তাই অনেক সিকিউরিটি প্লাগিং ব্যবহার না করে একটা ব্যবহার করাই উত্তম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *