এমন অনেক কাজ আছে যেগুলো করতে লিস্ট তৈরির প্রয়োজন হয়। যেমন অনেক সময়ই আমাদের মাথায় হুট করে আইডিয়া চলে আসে কিন্তু পরবর্তীতে তা আর মনে থাকে না।
তবে ক্ষণিকের জন্য মাথায় আসা আইডিয়াগুলো নোট আকারে লিখে রাখলে ভুলে যাওয়ার প্রবণতা এড়ানো যাবে। টুকিটাকি এসব নোট রাখার জন্য রয়েছে নানা অ্যাপ। তেমনি একটি আই.ফোন অ্যাপ হলো বিয়ার।
#এক নজরে অ্যাপটির ফিচার সমূহঃ
১. অ্যাপটির সাহায্যে সহজে নোট তৈরি করা যায়।
২. অ্যাপে রয়েছে সিনক্রোনাইজ সুবিধা। ফলে কোনো নোট আইফোনে তৈরি করলেও তা পরবর্তীতে আইপ্যাড ও ম্যাকবুকে এডিট করা যাবে।
৩. ব্যবহারকারীরা নোট লিখতে পছন্দমতো ফন্ট ব্যবহার করতে পারবেন। চাইলে ইটালিক, বোল্ড, আন্ডারলাইন ইত্যাদি যুক্ত করে নোটের গুরুত্বপূর্ণ অংশটি আলাদা করা যাবে।
৪. টাইপ করতে যাদের ইচ্ছা না করে তাদের জন্য রয়েছে টাচ স্ক্রিন ডিভাইসে আঙ্গুলের সাহায্যে নোট লিখে রাখার সুযোগ।
৫. মোবাইল ফোনের সাহায্যেও নোট লেখার সময় চাইলে ছবি যুক্ত করা যাবে।
৬.নোটগুলো শেয়ার করা যাবে বন্ধু কিংবা অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে।
৭. অফলাইনেও ব্যবহার করা যাবে অ্যাপটি।
বিয়ার অ্যাপটির কোনো অ্যান্ড্রয়েড সংস্করণ নেই। অ্যাপলের অ্যাপ স্টোরে ৪ স্টার রেটিং প্রাপ্ত অ্যাপটির সাইজ ১৩ মেগাবাইট। আইওএস ব্যবহারকারী এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন খুব সহজেই।