সতীশ কৌশিকের ‘কাগজ’ প্রযোজনা করছেন সালমান খান.!

satish and salman

২০০৩ সালে বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে ব্লকবাস্টার সিনেমা ‘তেরে নাম’ নির্মাণ করেছিলেন সতীশ কৌশিক। এরপর আর কোনো সিনেমা পরিচালনা করেনি তিনি। তবে নিয়মিত ছিলেন অভিনয়ে। এ বছর ‘ভারত’ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দর্শক তাকে পর্দায় দেখেছেন।

চমকপ্রদ তথ্য হচ্ছে, ১৬ বছর পর নতুন সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন এই অভিনেতা-নির্মাতা। ‘কাগজ’ নামের সিনেমাটি প্রযোজনা করবেন সালমান খান। তবে এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।

সম্প্রতি সালমান সিনেমাটির গল্প শুনেছেন এবং এটি নির্মাণের মত দিয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নির্মাণ করবেন ‘ভাইজান’।

সতীশ ‘কাগজ’কে নতুন ধারার সিনেমা বলে আখ্যায়িত করেছেন। আর সালমানের প্রযোজনায় কাজ করতে পারার সুযোগ পেয়ে পঙ্কজ ত্রিপাঠি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *