কোন একটা জরুরি মিটিংএ আছেন, সেখানে আপনার মোবাইল রাখার প্রয়োজন থাকতে পারে। জরুরী কোন কল করা, এসএমএস করা, ঘড়ি দেখা, নোট নেওয়া, ইমেইল করা ইত্যাদি। কিন্তু ইনকামিন কল ও এসএমএস খুবই বিরক্তিকর হযে যেতে পারে। আমার আজকের টিপসটির মাধ্যমে আপনাদের দেখাতে চাই, কিভাবে ইনকামিং কল ও এসএমএস বন্ধ করবেন। এটা এখন খুবই সহজ একটা ব্যাপার। সবকিছুই করতে পারবেন টাকা খরচ না করেই।
ইনকামিং কল
- ইনকামিং কল বন্ধ রাখতে ডায়াল করুন: *35*0000#
- ইনকামিং কল চালু করতে ডায়াল করুন: #35*0000#
ইনকামিং এসএমএস
- এসএমএস বন্ধ রাখতে: *35*0000*16#
- এসএমএস চালু করতে:#35*0000*16#
এখানে 0000 হচ্ছে পাসওয়ার্ড। এটা গ্রামীণফোনের কমন একটা পাসওয়ার্ড। অন্য অপারেটরদের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করেজেনে নিতে হবে।
আউটগোয়িং কল
- আউটগোয়িং কল বন্ধ করতে: *33*0000#
- আউটগোয়িং কল চালু করতে: #33*0000#
আপনি ইচ্ছে করলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন যে কোন সময়।