এখন থেকে গুগল সার্চ রেজাল্টে প্রথম পাতায় থাকবে ‘মোবাইল ফ্রেন্ডলি’ ওয়েবসাইট

এখন থেকে গুগল সার্চ রেজাল্টে প্রথম পাতায় থাকবে ‘মোবাইল ফ্রেন্ডলি’ ওয়েবসাইট

সবাইকে আমার শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজ গুগোলের সার্চ নিয়ে একটি ছোট্ট টিপস দিবো।

গুগল সার্চ অ্যালগরিদমে আসছে বড় ধরণের পরিবর্তন। খুব শীঘই কার্যকর হতে যাওয়া এই নিয়ম। এখন থেকে গুগল সার্চ রেজাল্টে প্রথম পাতায় থাকবে ‘মোবাইল ফ্রেন্ডলি’ ওয়েবসাইট, এর মানে হল যেসব সাইট মোবাইল রেস্পন্সিভ এনাবেল করা আছে সেগুলো সাইট সার্চ রেজাল্টের উপরের দিকে দেখাবে।

এর মাধ্যমে মোবাইল থেকে পাওয়া সার্চ রেজাল্টে বড় প্রভাব পড়বে বলে মনে করে গুগল। তবে এর মাধ্যমে মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা আগের থেকে বেশি উপকারভোগী হবে বলে মনে করে এই সার্চ জায়ান্ট গুগোল।

এছাড়া যেসকল ওয়েবসাইটের মোবাইল অ্যাপ রয়েছে, তারাও এক্ষেত্রে সার্চ রেজাল্টে অন্য ওয়েবসাইট অপেক্ষা ভালো অবস্থানে থাকবে। সার্চ তৈরির সময় দেখা হবে কতজন ব্যবহারকারী সেই অ্যাপ ব্যবহার করছে।

এই সিদ্ধান্তের ফলে যেসকল ওয়েবসাইটের মোবাইল সংস্করণ নেই, সেসব সাইট কর্তৃপক্ষ এবার মোবাইল সংস্করণ আনতে উদ্যোগী হবে। গত বছর থেকেই মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটকে সার্চ রেজাল্টে হাইলাইট করতে শুরু করেছে গুগল।

1 comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *