সুইডেন ও ডেনমার্ক মাতাবেন জেমস.!

james

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্ক এবং ফেস মিডিয়া ইভেন্টের আয়োজনে ‘জেমস নাইট’ নামের দুটি কনসার্ট মাতাতে ইউরোপের উদ্দেশ্য উড়াল দিয়েছেন রকস্টার জেমস।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ৮টায় সুইডেনের পথে যাত্রা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই তারকা। সেখান থেকে যাবেন ডেনমার্কে।

James-singer

দুটি কনসার্ট প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেমসের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন বাংলানিউজকে বলেন, ২৮ জুন সুইডেনের স্টকহোমে হবে প্রথম কনসার্ট। এই কনসার্ট শেষে ২৯ জুন ডেনমার্কের কোপেনহেগেনে হবে দ্বিতীয় এবং শেষ কনসার্ট।

তিনি আরও বলেন, জেমসের ভাইয়ের প্রত্যেক শো’তেই উপস্থিতির বাড়তি প্রত্যাশা থাকে। আর সেই প্রত্যাশা বরাবরই পূরণ করে আসছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হবে না। কারণ, দর্শক-শ্রোতাদের নিরাশ করতে মঞ্চে উঠেন না জেমস। এক সপ্তাহের এই সফর শেষে ১ জুলাই দেশে ফিরবেন জেমস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *