মানুষী নয়, “কিক ২” সম্পূর্ণ করবেন জ্যাকুলিন.!

kik two

২০১৪ সালের সালমান খান অভিনীত ব্যবসা সফল বলিউড সিনেমা ‘কিক’। অনেক আগেই সিনেমাটির সিক্যুয়েল ‘কিক ২’ নির্মাণের ঘোষণা এসেছে। শুরু থেকে নতুন কিস্তিতে সালমানের সঙ্গে ২০১৭ সালের বিশ্বসুন্দরী মানুষী ছিল্লারের রোমান্স করবেন বলেও গুঞ্জন শোনা গেছে।

কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, মানুষী নয় ‘কিক’র নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজই অভিনয় করবেন সিক্যুয়েলে। আর এ বিষয়ে নাকি মত দিয়েছেন সালমান খান নিজেই।

‘কিক টু’র মতো নতুন সিনেমাটিও পরিচালনা ও প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র বলেছেন, ‘জ্যাকুলিন ফার্নান্দেজ  নিশ্চিতভাবে সিনেমাটি পেয়েছেন, তিনি ‘কিক ২’ করছেন। সালমান খানের মাধ্যমে তিনি নির্মাতাকে তাকে নেওয়ার বিষয়ে রাজি করিয়েছেন। আর তাই শুরুতে নতুন কাউকে সিনেমাটিতে নেওয়ার ইচ্ছে থাকলেও, সে পরিকল্পনা বাদ দিতে হয়েছে সাজিদ নাদিয়াদওয়ালাকে।’

তবে ‘কিক ২’তে জ্যাকুলিন ফার্নান্দেজের অভিনয় করার বিষয় নির্মাতা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *