==== দীপক চক্রবর্তী ====
হতোচ্ছাড়া করোনা তুই
নেইকি রে তোর মরন ?
তোকে নিয়েই ভাবনা ভাবা
করছে সবে স্মরণ !
উহান থেকে জন্ম নিয়ে
জয় করলি বিশ্ব,
কতো মায়ের কোল খালি হয়
কতোই হলো নিঃস্ব !
তোর জন্য ঘর বন্দি
বিশ্ববাসী সবে,
বাতাস ভারি হচ্ছে এখন
আর্তনাদের রবে !
হতোচ্ছাড়া করোনা তুই
দিসরে কেনো জ্বালা ?
যেখান থেকে এলিরে ভাই
সেখানেতেই পালা ।