পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো পিসি নিয়ন্ত্রণ করার জন্য অতি পরিচিত রিমোট পিসি সফটওয়্যার হচ্ছে টিমভিউয়ার।
পূর্বে কম্পিউটার থেকে কম্পিউটারই শুধু নিয়ন্ত্রণ করা যেত এ সফটওয়্যারের মাধ্যমে। এখন সেই কাজগুলো মোবাইল দিয়েও করা যাবে।
টিমভিউয়ার রিমোট কন্ট্রোল অ্যাপসটি অ্যান্ড্রয়েড ভার্সন ছাড়াও আইফোন এবং উইন্ডোজ ভার্সনে রয়েছে। ননকমার্শিয়াল ফ্রি ভার্সন এবং প্রো ভার্সনও রয়েছে। বিমামূল্যের ভার্সনেও সব ধরনের ফিচার রয়েছে।

একনজরে টিমভিউয়ার ফর রিমোট কন্ট্রোল অ্যাপসের ফিচারগুলো :
- যে কোন কম্পিউটার অপারেটিং সিস্টেম ( উইন্ডোজ, ম্যাক, লিনাক্স) এর সাথে এই মোবাইল ভার্সনের রিমোট সার্ভিস কাজ করে।
- টেলিফোন কলের পাশাপাশি এ অ্যাপস ব্যবহার করা যাবে।
- যে কোনো ফাইল এটির মাধ্যমে মোবাইলে বা কম্পিউটারে ট্রান্সফার করা যাবে।
- কম্পিউটারের মত মোবাইল ভার্সনেও লেফট ক্লিক, রাইট ক্লিক, ড্রাগ এবং ড্রপ, স্ক্রল হুইল এবং জুম ফিচার রয়েছে।
- পরিপূর্ণ কিবোর্ড সাপোর্ট সাথে স্পেসাল কি যেমন ctrl, Alt রয়েছে।
- সিকিউরিটি সিস্টেমেও রয়েছে আধুনিক ফিচার।
- রিমোট সিস্টেমের মাধ্যমে কম্পিউটার রিবুটও করা যাবে।
বহুল ব্যবহৃত এ টিমভিউয়ার ফর রিমোট কন্ট্রোল অ্যাপসটি গুগল প্লে স্টোর এবং টিম ভিউয়ার অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা যাবে খুবই সহজে।