আপনার ওয়ার্ডপ্রেস মেনু কে সাজিয়ে নিন ৩ কলামে.!

wordpress

আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ” কি ভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ এর মেনুকে ৩ কলামে করবেন। মানে কেউ যখন আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ এর মেনু এর উপরে মাউস রাখবে তখন সাব মেনু গুলো ৩টি কলামে নিচে নেমে আসবে।

আমি কিছু দিন আগে একটা ওয়ার্ডপ্রেস প্লাগিন কিনেছিলাম এই ধরনের মেগা মেনু করার জন্য। আমার খরচ হয়েছিল সম্পূর্ণ ১৬ ডলার। কিন্তু এখন এই প্লাগিনটা ব্যবহার করে বুঝতেচি আমার টাকা নষ্ট হয়ে যায় নি। কারন আমি সিএসএস আর এইচটিএমএল মোটামুটি ভালো জানলেও এই ধরনের মেনু করতে ভালই কষ্ট হবে। তাই এখন এর কোড না করে এই প্লাগিন দিয়ে কাজ করছি।

চলুন, আগে দেখে নেই এই প্লাগইন এর পরিচয়:

  • প্লাগিনটার নাম ”  ইউবার মেনু ” এটি একটি ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম প্লাগিন। কোডকেনিয়ন থেকে প্রকাশিত।
  • প্লাগিনটার মূল্য ১৬ ডলার। প্রচুর পরিমানে বিক্রয় হয়েছে এই প্লাগিনটি ।
  • আপনি সহজেই যে কোন প্রকার মেগা মেনু তৈরি করতে পারেন এই প্লাগিন টি ব্যবহার করে।
  • আপনার প্রতিটি মেনু এর পাশে আইকন ও নিচে মেনু বা ক্যাটাগরি এর বিস্তারিত দিতে পারবেন।
  • প্লাগিনটি একটি পেজে একবার ব্যবহার করা যাবে।
  • ইন্সটল প্রক্রিয়া সাধারন, যেমনভাবে অন্য প্লাগিন ইন্সটল করেন।
  • সেটিংও খুব সহজ, সব কিছু ম্যানুয়ালি করতে পারবেন।
  • ফ্লাই আউট , মেগা মেনু , নরমাল মেনু , ইমেজ মেনু এই প্লাগিন ব্যবহার করে করতে পারবেন।
    সম্পূর্ণ রেসপনসিভ প্লাগিন।

প্লাগিনটির ডেমো দেখতে প্লাগিনটির অফিসিয়াল সাইট ভিজিট করতে পারেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *