পান্ডুলিপি
– একটি জ্ঞানের ভান্ডার –
৪ জুন ২০১৫ সালে পান্ডুলিপি.কম এর যাত্রা শুরু। যেখানে আছে বাংলা ভাষা ভাষি বিভিন্ন দেশের নিবন্ধিত ব্যবহারকারি। রয়েছে সুবিশাল তথ্য ভান্ডার যা কিনা প্রতি দিনই বাড়ছে। এছাড়া আমাদের আছে ফেসবুক, টুইটার ও গুগোল প্লাস ফ্যান পেজ যেখানে লক্ষাধিক ফ্যান রয়েছে। প্রতিদিনই নতুন নতুন অনুসারী বাড়ছে।
পণ্য বা সেবা প্রচারের আদর্শ মাধ্যম হতে পারে পান্ডুলিপি ওয়েব সাইট। আপনার পণ্য বা সেবা প্রচারে আমরা আপনাকে দিচ্ছি সর্বোচ্চ সুযোগ সুবিধা। যেমন-
- ওয়েব সাইটের নিদৃষ্ট স্থানে ইমেজ (চিত্র), টেক্সট (লেখা) অথবা ভিডিও অ্যাড দেবার সুযোগ।
- স্পন্সর ব্লগ পোস্ট যা কিনা ১ সপ্তাহ বা তার বেশিদিন সাইটের হোমপেজে রাখা হবে।
- মাসে ৩ বার আমাদের ফেসবুকের ফ্যানপেজ থেকে আপনার পণ্য বা সেবার প্রচার করা হবে।
- প্রডাক্ট বা সেবার রিভিউ ব্লগ পোস্ট আকারে সাইটে প্রকাশ করা।
বিজ্ঞাপনের খরচ:
- হোম পেইজ হেডার রাইট সাইড ৩ ইঞ্চি বাই ১ ইঞ্চি মাসিক ১০,০০০/-
- হোম পেইজ ডান সাইড- ৩ ইঞ্চি বাই ২ ইঞ্চি মাসিক ১০,০০০/-
- হোম পেইজ ক্যাটাগরি ব্লক ৩ ইঞ্চি বাই ২ ইঞ্চি মাসিক ১০,০০০/-
- হোম পেইজ ফুটার ব্লক ৩ ইঞ্চি বাই ২ ইঞ্চি মাসিক ১০,০০০/-